রাত পেরিয়ে সকাল, এখনও চলছে ‘ডানা’র (Dana) ল্যান্ডফল প্রক্রিয়া। পূর্বাভাস মতোই ধামড়া এবং ভিতরকণিকার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ডানা’। পুরীর সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাস না হলেও পারাদ্বীপ, ভুবনেশ্বর, বালাসোরের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের প্রভাবে বহু গাছ ভেঙে পড়েছে। বেশ কিছু জায়গায় বাড়ির চাল উড়ে গেছে, ভদ্রকের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ভুবনেশ্বরে বসে পরিস্থিতির দিকে নজর রেখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Odisha CM Mohan Charan Majhi)।

IMD জানিয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাই এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব নয়। তবে ক্রমশ ঘূর্ণিঝড়ের শক্তি কমছে। এই মুহূর্তে ওড়িশা জুড়ে ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে হাওয়ার দাপট রয়েছে। এদিন সকালে বিপর্যয় মোকাবিলা মন্ত্রী এবং মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেও বসেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী। সকাল থেকে ওড়িশার জেলায় জেলায় মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।







































































































































