গোয়েন্দা গল্পের উপর বরাবর দর্শক বা পাঠকের আগ্রহ বেশি। তা সে বইয়ের পাতা হোক কিংবা টিভির স্ক্রিন অথবা রুপোলি পর্দা। এবার সেই গোয়েন্দা গল্প প্রেমীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর! ফের টেলিভিশনে ফিরছে CID। নতুন করে ফের একবার এসিপি প্রদ্যুমান, দয়া এবং অভিজিৎ এর যুগলবন্দী দেখতে পারবেন সাধারণ দর্শকরা। দীর্ঘ ছয় বছর পর নতুন করে কামব্যাক করছেন সকলে। আসছে CID 2। এর আগে কুড়ি বছরেরও বেশি সময় ধরে হিন্দি টেলিভিশন দুনিয়ায় রীতিমতো দাপটের সঙ্গে চলছিল সিআইডি। তবে ২০১৮ সালের ২৭ অক্টোবর শেষ বারের মত দেখা গিয়েছিল CID। কিন্তু ৬ বছর পর ফের নতুন করে আসতে চলছে টিম সিআইডি।
ইতিমধ্যে সিআইডি ২-এর টিজার (Teaser) প্রকাশ্যে এসেছে, যা দেখে উচ্ছসিত দর্শকেরা। সবথেকে বড় কথা, টিজার প্রকাশের পাশাপাশি সিআইডি ২-এর প্রোমো (Promo) কবে মুক্তি পাবে তাও জানানো হয়েছে। সিআইডি ২-এর টিজারে এসিপি প্রদ্যুমনের এক ঝলক রয়েছে। তাকে গাড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছাতে দেখা যাচ্ছে, যেখানে আগুন লেগেছে। এদিকে সিআইডি সিজন ২-এর ছোট্ট এক ঝলক দেখে ভক্তদের মধ্যে এখন স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে। দর্শকরা সবাই টিজার নিয়ে মন্তব্য ও প্রশংসা করার পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করছেন।
বছর দুয়েক আগেই অবশ্য CID-র প্রত্যাবর্তনের খবর শোনা গিয়েছিল। তবে জল্পনা এবার সত্যি হল ছোট্ট টিজারে। টিজারের কমেন্ট বক্সে অনেকেই নিজেদের উত্তেজনা, আবেগ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “আমার বাল্যকাল শৈশব যেন আবার ফিরে এল।” আবার অন্য আরেকজন লেখেন, “উত্তেজনার পারদ তুঙ্গে।” কারও মন্তব্য, “আমি বহুদিন ধরেই অপেক্ষা করছিলাম। অবশেষে অপেক্ষার অবসান।”
আরও পড়ুন- ডানার দাপটে দুবাই আটকে বাবুল, সঙ্গ দিল রামকৃষ্ণ-শাহরুখের জীবন দর্শণ