বর্ডার-গাভাস্কর ট্রফি শুরুর আগেই টিম ইন্ডিয়াকে হুঙ্কার অস্ট্রেলিয়ার

0
3

নিউজিল্যান্ড সফর শেষ হলেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারতের। নভেম্বরেই অজি বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার দল। তবে তার আগে টিম ইন্ডিয়াকে হুঙ্কার টিম অস্ট্রেলিয়ার। বলা ভাল, বর্ডার-গাভাস্কর সিরিজ শুরুর আগে মানসিকভাবে ভারতকে চাপ বাড়ানোর রণকৌশল শুরু অস্ট্রেলিয়ার। টিম ইন্ডিয়াকে পিচ নিয়ে সতর্ক করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ।

অজি অধিনায়ক কামিন্স বলেন, “আমি তো চাইব সম্পূর্ণ ঘাসের উইকেট হোক।‌ তবে এখনই এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমাদের অপেক্ষা করতে হবে। গত কয়েক বছর দারুণ উইকেট ছিল। “ এরপরই তিনি আরও বলেন, “উইকেটে বল এবং ব্যাটের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এই ধরেনের উইকেট হলে দারুন একটা লড়াই হবে। আমি মনে করি গত বছর দিল্লি টেস্টে আমাদের জয় পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি।“

২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার -গাভাস্কর ট্রফি। পাঁচ ম্যাচের এই সিরিজে ভারতীয় দলে কারা থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর ভারতীয় দল ঘোষণা হতে পারে। এখন দেখার টিম ইন্ডিয়ার দরজা কাদের ভাগ্যে খোলে।

আরও পড়ুন- ‘কেরিয়ারের সবচেয়ে খারাপ শটটা খেলে আউট’, বিরাট আউট হতেই মন্তব্য মঞ্জরেকরের