ডানার দাপটে দুবাই আটকে বাবুল, সঙ্গ দিল রামকৃষ্ণ-শাহরুখের জীবন দর্শণ

0
1

ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana) প্রভাবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি রাজ্যে। যার জেরে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এদিকে পূর্বঘোষণা অনুযায়ী, ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। উড়ানের ক্ষেত্রেও ছবিটা একই। কলকাতা থেকে প্রতি দিন গড়ে ৪০০ বিমান ও ভুবনেশ্বর থেকে ১০০ বিমান ওঠানামা করে। ঘূর্ণিঝড় ডানার জেরে বিপুল সংখ্যক বিমান বাতিল হওয়ায় নাজেহাল হয়ে পড়েছেন যাত্রীরা। আর এই আবহে দুবাই (Dubai) আটকে পড়ে অন্য চিত্র ধরা পড়ল গায়ক বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) পোস্টে। কখন রামকৃষ্ণ দেব, আবার কখনও শারুখের পথে বয়ে গেলেন তিনি।

বাবুল সুপ্রিয় জানালেন, ডানার জন্য কলকাতাগামী সমস্ত বিমান প্রায় ৮-১০ ঘণ্টা করে দেরিতে চলছে। তাই এই অবস্থায় কোথায় মেজাজ বিগড়ে যাবে তা তো নয় বরং দুবাই বিমানবন্দরে (Dubai Airport) ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও একেবারেই বিরক্ত হননি বাবুল। আর তার অন্যতম কারণ হল এই সময়টাকে বাবুল (Babul Supriyo) তাঁর জীবনদর্শনে শাণ দেওয়ার কাজে লাগাচ্ছেন। জীবনে সফলতার পাঠ নিয়ে চর্চা করলেন। আর এই পাঠ চর্চা করার জন্য তিনি দুজনের কথা মনে করলেন। প্রথমজন হলেন রামকৃষ্ণ দেব (Ramkrishna Deb) এবং অপরজন হলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সফল হতে গেলে যে সুখের ঘুম-খাওয়া, বিলাসিতা বিসর্জন দিতে হয়,সেই পাঠ মনে করলেন তিনি।

এই বিষয়ে তিনি শাহরুখ খানের আদর্শকেই অনুকরণ করার কথা বললেন। এদিন শাহরুখের এক পুরনো ভিডিও তিনি তাঁর পোস্টে শেয়ার করেছিলেন। যেখানে বাদশাকে বলতে শোনা যায়, “সফল হতে গেলে, সুখের ঘুম, খাওয়া-আরাম, একেবারে বিলাসবহুল অভ্যেস-ভাবনা সব ছেঁটে ফেলতে হবে জীবন থেকে। সারাক্ষণ উদ্বেগ ও চিন্তায় থাকতে হবে। সেই কঠোর পরিশ্রম থেকেই সফল হওয়া সম্ভব।” অন্যদিকে উঠে আসে রামকৃষ্ণের প্রসঙ্গ, যিনি কিনা ছিলেন মা কালীর উপসাক।তাঁর ভিতরে যে তীব্র ইচ্ছে ছিল, যে ব্যাকুলতা ছিল সেটাই তাঁকে দেবীর দর্শন দিয়েছিল বলে মনে করেন গায়ক। তাইতো তাঁর কাছে বহু প্রথিতযশা মানুষ আসতেন।

আরও পড়ুন- প্রাথমিকের প্রশ্ন ভুল মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট