প্রচারের সময় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর দুষ্কৃতী হামলা! অল্পের জন্য রক্ষা পেলেন আপ প্রধান। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে আপ। আম আদমি পার্টির অভিযোগ, বিজেপির সাথে যুক্ত কিছু ব্যক্তি শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির বিকাশপুরীতে অরবিন্দ কেজরিওয়ালের পদযাত্রার সময় তার ওপর হামলার চেষ্টা করে। অল্পের জন্য রক্ষা পান তিনি। আপের পক্ষ থেকে দিল্লি পুলিশেরও অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন- সঞ্জয় মঞ্জরেকরের পর এবার বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন কুম্বলে , দিলেন পরামর্শ

আপ প্রধানের ওপর এই হামলার প্রসঙ্গে আপ নেতা মণীশ সিসোদিয়া বলেন,’অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। এটা স্পষ্ট যে দুষ্কৃতীদের দিয়ে এই হামলা চালিয়েছে বিজেপি।অরবিন্দ কেজরিওয়ালের কোনও ক্ষতি হলে তার দায় বিজেপির। আমরা ভয় পাই না। আম আদমি পার্টি নিজের লক্ষ্যে অটল থাকবে’।
এই ঘটনায় বিজেপির দিকে সরাসরি আঙুল তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি। তিনি বলেন,’ পদযাত্রার সময় বিজেপির দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অরবিন্দ কেজরিওয়াল। তিনি আরও বলেন, এর আগেও একাধিকবার কেজরিওয়ালের হামলার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই তদন্তে উঠে এসেছে, এই হামলার পিছনে বিজেপি কর্মীরা জড়িত ছিল। কয়েকজন বিজেপি কর্মী অরবিন্দ কেজরিওয়ালকে মালা পরাতে এসে স্লোগান দিতে শুরু করে। তারপর হামলা করে তারা’।



 
 
 
 


































































































































