ক্রমশ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ডানা৷ আবহবিদদের অনুমান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়বে সাইক্লোন ডানা।
কলকাতাতেও সতর্ক প্রশাসন। সকাল থেকে বাবুঘাটে চলছে কলকাতা পুলিশের মাইকিং। সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে, যাতে দুর্যোগের মধ্যে তারা বাইরে না বের হন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়বে৷ বৃহস্পতিবার ও শুক্রবার ভারী, অতি ভারী থেকে শুরু করে অত্যন্ত ভারী বর্ষণ হতে পারে কিছু জেলায়৷
বাংলায় ঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে৷ প্রায় ওড়িশার মতোই হবে সেখানে ঝড়ের গতিবেগ৷











 
 
 
 


























































































































