হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড ( HSCL ) তার বিশেষ কার্বন ব্ল্যাক ক্ষমতা দ্বিগুণ করে বার্ষিক ১,৩০,০০০ মিলিয়ন টন (MTPA) করতে ২২০ কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত ৷আপাতত কারখানায় বছরে যে পরিমাণ বিশেষ ধরনের কার্বন ব্ল্যাক তৈরি করা হয়, সেটা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আপাতত হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেডের সিঙ্গুরের কারখানায় প্রতি বছর ১,৮০,০০০ মিলিয়ন টন কার্বন ব্ল্যাক তৈরি করা হয়। ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই বার্ষিক কার্বন ব্ল্যাক তৈরির ক্ষমতা বাড়িয়ে ২,৫০,০০০ মিলিয়ন টন করার লক্ষ্যমাত্রা নিয়েছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড।
HSCL-এর সিএমডি এবং সিইও অনুরাগ চৌধুরী বলেছেন: “সিঙ্গুর সুবিধা সম্প্রসারণের সাথে সাথে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশেষ কার্বন ব্ল্যাক উৎপাদনকারী হিসেবে আবির্ভূত হব। সিঙ্গুর প্ল্যান্টের বর্তমান ক্ষমতা বিশেষ কার্বন ব্ল্যাকের ৬০,০০ MTPA। সম্প্রসারণের সাথে, ক্ষমতা ১,৩০,০০০ MTPA-এ উন্নীত হবে।
আর সেটার হাত ধরেই ২০২৫-২৬ অর্থবর্ষের শেষে ভারতের কার্বন ব্ল্যাক বাজারে নিজেদের দখল আরও বাড়াতে চাইছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড।
২০০৫ সালে সিঙ্গুরে প্রথম কারখানা তৈরি করেছিল হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। তারপর থেকে ধাপে-ধাপে আরও লগ্নি করেছে।