রাহুল গান্ধীর জেতা আসন ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ওয়েনাড়ে ভোটের লড়াইতে হাতেখড়ি প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi)। বুধবার মনোনয়ন জমা (nomination file) দেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এই আসনে এবারও প্রার্থী দিয়েছে সিপিআই (CPI)। অন্যদিকে এনডিএ (NDA) জোটের প্রার্থী দিয়েছে বিজেপিও। ফলে লড়াই আপাত ভাবে ত্রিমুখী হলেও ২০২৪ লোকসভা নির্বাচনে যেভাবে কংগ্রেসের সঙ্গে সিপিআইয়ের লড়াইয়েরই অপেক্ষা।
লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ওয়েনাড় (Wayanad) থেকে ৩ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। তাঁর ছেড়ে যাওয়ার আসনে উপনির্বাচনে প্রথমবার ভোটে লড়াবেন সহদরা প্রিয়াঙ্কা। বুধবার মনোনয়ন জমার আগে রোড-শো করেন রাহুল ও প্রিয়াঙ্কা। সেখান থেকে রাহুল গান্ধী নিজের হাতের রাখি দেখিয়ে প্রিয়াঙ্কার জয়ে ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতি দেন। ওয়েনাড় উপনির্বাচনে (Wayanad by-election) প্রিয়াঙ্কার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাহুল। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন লোকসভায় একজন বলিষ্ঠ কণ্ঠ হবেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)।
এই কেন্দ্রের লোকসভা ভোটে পর্যুদস্ত হন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজা (Annie Raja)। তারপরেও কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে নামছে বামেরা। এবার সিপিআইয়ের প্রার্থী হয়েছেন নদাপুরমের তিনবারের বিধায়ক সত্য়ন মোকেরি (Satyan Mokeri) । বিজেপির প্রার্থী হয়েছেন নভ্যা হরিদাস (Navya Haridas)।