বিরল প্রজাতির সাপের (Rare Snake) দেখা এবার হিমালয়ের বরফে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ফিট উঁচুতে সন্ধান পাওয়া এক বিশেষ ধরণের সাপের নামকরণ হলো বিখ্যাত হলিউড অভিনেতার (Hollywood Actor) নামে। আসলে পশ্চিম হিমালয়ে (West Himalayan Range) এক গবেষক একটি নতুন প্রজাতির সাপের সন্ধান পেয়ে নাম রেখেছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর (Lionardo DeCaprio) নামে।
বহু বছর ধরেই বন্যপ্রাণ নিয়ে গবেষণা চলছে। ভারতের সরীসৃপ নিয়ে কাজ করার সময় ২০২০ সালে এই নতুন প্রজাতির সাপটি প্রথম দেখা যায়।চলতি বছরে ২১ অক্টোবর এই নতুন প্রজাতির সাপের কথা সায়েন্টিফিক রিপোর্টে প্রকাশিত হয়। এই প্রাণীটিকে ‘Anguiculus’ নামক নতুন বিভাগে রাখা হয়েছে যার অর্থ হল ছোট সাপ। অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও আবহাওয়া পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, মানুষের স্বাস্থ্য, বায়োডায়ভার্সিটি সহ পরিবেশ সচেতনতা সংক্রান্ত একাধিক কাজ করেন। এই ধরনের গবেষণায় যাতে কোন আর্থিক সমস্যা না হয় সে কারণে সাধ্যমত চেষ্টা করেন তিনি। তারই প্রকৃতি প্রেমকে সম্মান জানিয়ে গবেষক সাপের নামকরণে অভিনেতার প্রসঙ্গ টেনে এনেছেন। হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় গবেষণা চলাকালীন গবেষক দল খয়েরি রঙের এই সাপ দেখতে পায়। ধরার চেষ্টা না করা পর্যন্ত সাপটি কোথাও নড়েনি, কামড়ানোর চেষ্টাও করেনি। এই সাপগুলোর ডিএনএ পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে এটা একেবারে নতুন প্রজাতির একটি সাপ। চাম্বা, কুলু , নৈনিতাল-সহ নেপালের বিভিন্ন জায়গায় এই সাপ পাওয়া যায়। সাপটি মাত্র ২২ ইঞ্চি লম্বা, গায়ে ডিপ ব্রাউন স্পট আছে।