‘ডানা’ হানার মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা, WBSEDCL-CESC-এর হেল্পলাইন চালু

0
3

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। ল্যান্ডফলের আগেই একাধিক রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে। ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’ (Dana)। বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড় ‘ডানা’র হানা সামলাতে প্রস্তুত কলকাতা পুরসভা (KMC) এবং বিদ্যুৎ দফতর। চালু হয়েছে হেল্পলাইন (Helpline)।
ডানার হানা সামলাতে কলকাতা পুরসভায় (KMC) কন্ট্রোল রুম চালু হয়েছে। ছুটি বাতিল হয়েছে পুরসভার কর্মীদের। বিপজ্জনক বাড়ি, গাছ ভেঙে পড়া, জল জমার সমস্যা মোকাবিলায় প্রস্তুত প্রশাসন।
কলকাতা পুরসভার কন্ট্রোল রুম নম্বর
২২৮৬-১২১২/১৩১৩/১৪১৪।
পুরসভার সচিব স্বপনকুমার কুণ্ডুর নেতৃত্বে তৈরি করা হয়েছে একটি বিশেষ দল।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথাও কোনও বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে WBSEDCL এবং CESC -এর কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ।
WBSEDCL-এর হেল্পলাইন নম্বর:
৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪
টোল-ফ্রি- ১৯২২১, হোয়াটসঅ্যাপ- ৮৪৩৩৭১৯১২১
CESC-এর হেল্পলাইন নম্বর:
০৩৩ ৩৫০১১৯১২, ০৩৩ ৪৪০৩১৯১২, ১৮৬০৫০০১৯১২, ১৯১২
হোয়াটসঅ্যাপ- ৭৪৩৯০০১৯১২
বিশেষ হেল্পলাইন নম্বর: ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০