স্যাম অ্যাসঘারির সঙ্গে বিচ্ছেদের প্রায় এক বছরের মাথায় বিয়ে করলেন পপ তারকা শিল্পী ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears) ! চমকে গেলেন অনুরাগীরা। কাকে বিয়ে করলেন গায়িকা? সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে (Social media) বিয়ের গাউন আর মাথায় বিয়ের ওড়না পরে একটি ভিডিয়ো পোস্ট করে শিল্পী জানিয়েছেন নিজেকে নিজেই বিয়ে করেছেন তিনি!

৪২ বছর বয়সী পপ-আইকন চোদ্দ বছরের দাম্পত্য ভেঙে নিজের মতো থাকতে শুরু করেছেন। মানসিক অবসাদের মধ্যে পড়ে রীতিমতো থেরাপি নিতে শুরুও করেন। এরমাঝেই আচমকা নিজেকে বিয়ে করার ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন।ক্যাপশনে লিখেছেন, ‘যেদিন নিজেকে বিয়ে করেছিলাম… এটি ফিরিয়ে আনা কারণ বিষয়টা অস্বস্তিকর বা বোকা মনে হতে পারে, কিন্তু আমি মনে করি এটি আমার করা সবচেয়ে ভালো জিনিস!!!’ এই পোস্ট করার আগে একটি খালি চার্চের ছবিও পোস্ট করেছিলেন গায়িকা। যদিও তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি।









































































































































