ঘূর্ণিঝড় ডানার প্রকোপে নষ্ট হতে পারে জমির ফসল। রাজ্যের কৃষকদের আগেভাগেই সতর্ক করে দিয়েছে কৃষি দফতর। একই সঙ্গে কৃষি দফতর জানিয়ে দিল, ঘূর্ণিঝড়ে যদি ফসলের ক্ষয়-ক্ষতি হয় তবে বাংলা শস্যবিমা যোজনা আওতায় ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা।

কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বুধবার জানিয়েছেন, ৪২ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এখন আউশ ধান কাটার মরশুম। ১ লক্ষ ৩৮ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তার পরেই তৎপরতার সঙ্গে কৃষকদের ফসল কাটার নির্দেশ দেয় নবান্ন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, ৯৭ শতাংশ আউশ ধান ইতিমধ্যেই কাটা হয়ে গিয়েছে। বাকি ৩ শতাংশ ধান কাটা চলছে। বড় কিছু না হলে বাকি ৪১ লক্ষ হেক্টর জমির ধান নিয়ে চিন্তা নেই। কারণ সেগুলি এখনও একেবারেই চারা অবস্থায় রয়েছে। তাও যদি ধান নষ্ট হয়, তাহলে বাংলার শস্যবিমার অধীনে ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

মন্ত্রী জানান, বাংলা শস্যবিমায় ইতিমধ্যেই ৫৪ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। এখনও ৩১ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। তাই যাঁরা বাকি রয়েছেন তাঁদের বিশেষ ক্যাম্পে গিয়ে নাম তোলার অনুরোধ করা হচ্ছে নবান্নর তরফে। রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক আগেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও পড়ুন- ডানা সতর্কতা: উড়ান বাতিল কলকাতা, ভুবনেশ্বর বিমানবন্দরে






































































































































