বাবা হলেন ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান। পুত্রসন্তানের জন্ম দিলেন সরফরাজের স্ত্রী রোমানা জাহুর। এদিন খুশির খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন সরফরাজ । সন্তানকে কোলে নিয়ে ছবি দেন তিনি। সেখানে দেখা যায় সরফরাজের বাবা নওশাদ খানকেও।
এদিন দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে সরফরাজ লেখেন, “ছেলে… সঙ্গে একটি ভালোবাসার ইমোজি দেন সরফরাজ। মুম্বইয়ের এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সরফরাজের স্ত্রী রোমানা জাহুর। বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে গিয়েছিলেন সরফরাজ।
সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখান সরফরাজ । ১৫০ রান করেন তিনি। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সরফরাজের। সরফরাজের এই দাপুটে ইনিংসের পর মনে করা হচ্ছে পুণেতে দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় সরফরাজের। অভিষেক সিরিজেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। তারপর বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পাননি। অবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেতেই ১৫০ রান করেছেন সরফরাজ।
আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে ওড়িশা, দল নিয়ে আত্মবিশ্বাসী অস্কার