আবেদনে মিলল সাড়া, রেসিডেনশিয়াল পারমিট পেয়ে ধন্যবাদ তসলিমার

0
2

সোমবারই সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন জানিয়েছিলেন। মঙ্গলবারই হাতে নাতে ফল পেলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) তাঁর ভারতে থাকার মেয়াদ বাড়ালো। কৃতজ্ঞতা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) ধন্যবাদ জানাতে ভোলেননি ‘লজ্জা’-র লেখিকা।

বাংলাদেশে মৌলবাদীদের বিরুদ্ধে মুখ খুলে কার্যত পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। প্রথমদিকে কলকাতা শহরে থাকলেও পরে রাজস্থান হয়ে দিল্লির বাসিন্দা হন ‘দ্বিখণ্ডিত’-র লেখিকা। সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পরে বারবার মৌলবাদী সমর্থক ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন লেখিকা। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলে তাঁর সমালোচনা করতেও পিছপা হননি তসলিমা। সেই সঙ্গে সরকার বদলের সময় থেকে সেই দেশের সংখ্যালঘু মানুষের পরিস্থিতি বিভিন্ন সূত্র থেকে বারবার তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায় (social media)।

তবে যে ভারতে বসে তিনি লাগাতার একাধিক ভাষায় নতুন বই, নাটক লিখে গিয়েছেন, হঠাৎই সেই দেশে তাঁর বসবাস প্রশ্নের মুখে পড়ে যায়। সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে তসলিমা উল্লেখ করেন, “আমি ভারতে থাকি কারণ আমি এই মহান দেশকে ভালোবাসি। গত ২০ বছর ধরে এটি আমার দ্বিতীয় ঘর হয়ে গিয়েছে। কিন্তু ২২ জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রক আমার রেসিডেন্সিয়াল পারমিটের (residential permit) সীমা বাড়াচ্ছে না। আমি ভীষণ চিন্তিত। আপনি যদি আমাকে থাকতে দেন তাহলে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব।” অমিত শাহকে ট্যাগ করে লেখা এই বার্তার পরদিনই তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় তাঁর রেসিডেন্সিয়াল পারমিট (residential permit) পাওয়ার কথা জানালেন। তাতেই অমিত শাহকে (Amit Shah) ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন তিনি।