বিগ বি-র বাড়ির সামনে ‘ভুলভুলাইয়া’র মঞ্জুলিকা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

0
1

বলিউড বিনোদুনিয়ায় (Bollywood Industry) দিওয়ালির অন্যতম আকর্ষণ ‘ভুলভুলাইয়া ৩’ (BhoolBhulaiya 3)। টিজার থেকে ট্রেলার প্রত্যেকটা দৃশ্যে যেমন শিহরণ জেগেছে, তেমনই রহস্য নিয়ে নতুন প্রশ্ন জন্মেছে সিনেপ্রেমীদের মনে। আসল ‘মঞ্জুলিকা’ কে? সিলভার স্ক্রিনে এর উত্তর মেলার আগেই, রিয়েল লাইফে তাঁর দেখা মিলল বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়ির সামনে! কপালে লাল সিঁদুরের টিপ, হাতে ধারালো অস্ত্র, সারা মুখে কালি – ইনি কি সত্যিই ‘মঞ্জুলিকা’? রীতিমতো হুলস্থুল কাণ্ড টিনসেল টাউনে।

‘ভুলভুলাইয়া’ ছবির কথা উঠলেই মঞ্জুলিকা চরিত্র সকলের মনে পড়ে যায়। বিদ্যা বালান (Vidya Balan) যেভাবে প্রত্যেকটা দৃশ্য তাঁর অভিনয় এবং এক্সপ্রেশনে ফুটিয়ে তুলেছিলেন সেখানে দাঁড়িয়ে এই সিনেমার সঙ্গে বা বলা যেতে পারে এই চরিত্রের সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ‘ভুলভুলাইয়া ৩’ আসছে নভেম্বরের গোড়ায়। সঙ্গে আবার মাধুরী দীক্ষিত (Madhuri Dikshit)। আসল আত্মা যে কে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ট্রেলারে। এই আবহে বলিউড শাহেনশাহের বাড়ির সামনে ভয়ংকর সাজসজ্জা আর বিচিত্র পোশাকে অজ্ঞাত পরিচয় মহিলার আগমনে ভিড় জমে যায়। এমনিতেই অমিতাভকে একঝলক দেখার আশায় সাধারণ মানুষ উঁকি মারতে চান তাঁর বাড়ির সামনে। এবার সেখানেই দেখা গেল এই মহিলাকে। ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া (Social media) রিয়েল ‘মঞ্জুলিকা’ আখ্যা দিয়েছেন তাঁকে। গোটা বিষয়টা বুঝে উঠতে খানিকটা সময় নিলেও, দ্রুতই বলিউড মেগাস্টারের বাড়ির নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন। তবে ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি।