কমিটিতে ঢোকাই আসল! নবান্নের বৈঠকের পরে ট্রোলের মুখে জুনিয়র ডাক্তাররা

0
2

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক লাইভ স্ট্রিমিং (live streaming) করতে হবে, বারবার একসময় এই দাবি তুলে বৈঠক বানচাল করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সোমবারের বৈঠক লাইভ হওয়ার পর যেন ছবিটা একেবারে পাল্টে গিয়েছে। একটা বিরাট অংশের সাধারণ মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় (social media) চিকিৎসকদেরই সমালোচনায় সরব। সেখানে যেমন অনশন তোলার অজুহাত নিয়ে কটাক্ষ করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের (junior doctors), তেমনই বৈঠকে বিভিন্ন কমিটি তৈরি নিয়ে চাপ দেওয়ারও সমালোচনা করা হয়েছে। এই শেষ পর্বের আন্দোলনে অনেকটাই দূরে থাকতে দেখা গিয়েছিল একসময় রাত দখলের ডাক দেওয়া জনগণকে। সোমবারের বৈঠকের পরে ব্যাপক সংখ্যায় সদস্য কমেছে চিকিৎসকদের বার্তা দেওয়া গ্রুপগুলিতে।

সোমবার নবান্নের বৈঠকের সময় রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনায় যে একাধিক কমিটির প্রস্তাব জুনিয়র চিকিৎসকরা করেছিলেন তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্মতি প্রকাশ করেন। এরপরেই সেই সব কমিটি কীভাবে পরিচালনা হবে তা নিয়ে প্রস্তাব পেশ করতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। আর তাতেই ব্যাপক ট্রোল (troll) হন চিকিৎসকরা। অনেকেই দাবি করেন কমিটিতে পদ আর আরও কিছু কমিটির সর্বোচ্চ আসনে বসার জন্য এই আন্দোলন করেছে তাঁরা। যেখানে হারিয়ে গিয়েছে নির্যাতিতার বিচার।

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করা মিডিয়াগুলিতেও একই প্রতিফলন দেখা যায়। সেখানেও মুখ্যমন্ত্রীর (chief minister) মানবিক অবস্থানের সপক্ষে বক্তব্য পেশ করেন নেটিজেনরা(netigen)। এমনকি চিকিৎসকদের সপক্ষে যে সব বক্তব্য দিয়েছেন নেটিজেনরা সেখানেও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়েই জোর দেওয়া হয়।