কর্ম বিরতির নামে জালিয়াতি! ৫৬৩ সরকারি ডাক্তারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার

0
2

আরজি কর কাণ্ডকে সামনে রেখে যেভাবে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতির নামে চিকিৎসা পরিষেবা লাটে তুলেছেন জুনিয়র ডাক্তাররা, তা নিয়ে এবার কোমর বেঁধে পথে নামতে চলেছেন আমজনতা। কারণ , কর্ম বিরতির ঘোষণা করে সাধারণ মানুষের চোখে মহান হওয়ার চেষ্টা করলেও অধিকাংশ জুনিয়র ডাক্তার রীতিমতো জালিয়াতি চালিয়ে যাচ্ছেন গত আড়াই মাস ধরে।

এবারে তাদের বিষয়ে কড়া ভাবনা-চিন্তা শুরু করল রাজ্য সরকার। অগস্ট থেকে অক্টোবরের মধ্যে বিভিন্ন ধরনের আন্দোলন, ধর্না এবং অবস্থানের মাধ্যমে সরকারি ডাক্তাররা নিজেদের দাবি জানালেও, ৯ আগস্ট থেকে ১৭ অক্টোবরের মধ্যে ৫৬৩ জন সরকারি সিনিয়র রেসিডেন্ট ডাক্তার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চুটিয়ে প্র্যাকটিস চালিয়েছেন।

এই ডাক্তারদের মাধ্যমে আয় হয়েছে মোট ৫৪ কোটি ৩৯ লক্ষ টাকা। গড় হিসেব প্রায় ১০ লক্ষ টাকা। তাদের মধ্যে রয়েছে সরকারি ভাতাও, যা এমডি ও এমএস পাস করার পর মাসে ৬৫ থেকে ৭৫ হাজার টাকার মধ্যে।

যদি সত্যি এরা কর্ম বিরতি করতেন তাহলে কিভাবে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে দিব্যি রোগী দেখেন? পুরো বিষয়টা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।