আনন্দে নিজের হাতে ট্যাটু করেছিলেন সদ্যোজাত মেয়ের নাম। কিন্তু তার পর জানলেন সেই মেয়ের বাবা তিনি নন। শুনে অবাক হচ্ছেন, হ্যাঁ ঠিকই শুনছেন। এমনটাই ঘটেছে ব্রাজিলের ফুটবলার ভিনিসিয়াস তোবিয়াসের সঙ্গে। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করে বাবা হওয়ার খবর জানিয়েছিলেন ভিনিসিয়াস। এরপর মেয়ে ‘মাইতে’-র নাম হাতে ট্যাটুও করিয়েছিলেন তিনি। কিন্তু এরপরই বিপত্তি। কয়েকমাস যেতে না যেতেই, ভিনিসিয়াসের প্রাক্তন প্রেমিকা ইনগ্রিড লিমা জানান, তাঁর মেয়ে মাইতের বাবা ভিনিসিয়াস নন। এই নিয়ে ভিনিসিয়াসের প্রাক্তন প্রেমিকা লিমা জানান, তিনি মেয়ের ডিএনএ টেস্ট করিয়েছেন। তাতে জানতে পেরেছেন, ভিনিসিয়াস আসলে মাইতের বাবা নন। এছাড়াও, মেয়ের জন্মের সময় উপস্থিত ছিলেন না ভিনিসিয়াস। তিনি আরও বলেন, যখন তিনি গর্ভবতী হন, তখন ভিনিসিয়াসের সঙ্গে তাঁর সম্পর্কে ঠিকঠাক চলছিল না। সেই সময় অন্য একজনের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন লিমা। যদিও সেই অন্য ব্যক্তির নাম ইনগ্রিড প্রকাশ্যে আনেননি। আর এতকিছু সামনে আসার পর এ ব্যাপারে মুখ খোলেননি ভিনিসিয়াসও।
২০ বছর বয়সি ভিনিসিয়াস বর্তমানে খেলেন ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্কে। ক্লাব কেরিয়ার শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদ বি দল থেকে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজে কি বল হাতে দেখা যাবে শামিকে? মুখ খুললেন নিজেই