বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন তথ্য সামনে এল।প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। বহু চেষ্টা করেও রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র পেতে ব্যর্থ হয়েছেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারত যাওয়ার পর দেশে আওয়ামী লীগের ছন্নছাড়া অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিক ভিডিও বার্তা দেন।
পদত্যাগপত্র নিয়ে গুঞ্জনের মধ্যে নীরবতা ভাঙেন শেখ হাসিনাও। ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলো রয়েছে বলে অভিযোগও করেন তিনি।