কালীপুজোর আগে বিক্রি হওয়া বাজি বৈধ কিনা তা পরীক্ষা করে দেখবে কলকাতা পুলিশ। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার থেকে কলকাতায় পুলিশের উদ্যোগে ৪টি বৈধ বাজি বাজার (fire cracker market) বসতে চলেছে। সেখানে কোন বাজি বিক্রি হবে, কোনটা হবে না, তার পরীক্ষাও কয়েক দিনের মধ্যেই শেষ করে ফেলতে হবে কলকাতা পুলিশকে (Kolkata Police)।
২৪ ঘণ্টা আগে বাজি ব্যবসায়ী, উৎপাদক এবং পুলিশের মধ্যে হওয়া বৈঠকে যে মিটিং মিনিটস ছিল, সেখানে লেখা হয়েছিল বিক্রি হওয়া বাজি বৈধ কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে না। ঠিক এরপরেই সিদ্ধান্ত বদল করে কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার বাজি বাজার বসার আগে আগেই বাজির বৈধতা পরীক্ষার (inspection) সিদ্ধান্ত নিল তারা।