এবার এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠার হুমকি দিল খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun)। নভেম্বর মাসের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে যাত্রীদের না ওঠার হুমকি দিয়েছে পান্নুন। ৪০ বছর হতে চলেছে শিখদের ওপর হামলার ঘটনায়। এখনই এমন হুমকি মিলেছে। তাতে মনে করা হচ্ছে, শিখদের ওপর হামলার ঘটনার বদলা নিতেই এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা করতে পারে পান্নুন এবং তার দল।
দিন কয়েক আগে পান্নুনকে খুনের চক্রান্তের অভিযোগ দায়েরের ভিত্তিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) এবং প্রাক্তন র-প্রধানকে তলব করেছে মার্কিন আদালত। এই ঘটনাকে ভারত অনধিকার চর্চা বলেছে।
‘শিখ ফর জাস্টিস’ সংগঠনের প্রধান পান্নুনকে ২০২০ সালে জঙ্গি তকমা দিয়েছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। পান্নুনের আমেরিকা ও কানাডার নাগরিকত্ব রয়েছে। তবে কানাডায় নিজের ডেরা থেকে সে খলিস্তানপন্থী কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রশ্ন উঠছে, পান্নুনের হুমকি কি এবার সত্যি হতে চলেছে? সত্যিই কি কোন হামলার ছক কষা হয়েছে? ভারত কী করে সেটাই দেখার।