ভয়াবহ অগ্নিকাণ্ড সোদপুরে। সোদপুর রাসমনি মোড় অঞ্চলে ব্যায়াম সমিতি মাঠে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সোদপুর ব্যায়াম সমিতি মাঠ অঞ্চলে। ব্যাহত সোদপুর রাসমণি অঞ্চলের যান চলাচল। তবে কি কারনে এই আগুন এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

বাসের মালিক কৌশিক সেন জানিয়েছেন, সোমবার রাত্রি আটটা নাগাদ রাসমণি মোর ব্যায়াম সমিতি মাঠে বাস পার্কিং করার মিনিট পনেরো বাদেই তার কাছে খবর আসে দাউ দাউ করে জ্বলছে তার বাস। এরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, আগুন লেগে পুরো বাস পুরে ছাই হয়ে গিয়েছে। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে অনুমান তার। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও খড়দহ থানার পুলিশ। যদিও এই ঘটনায় কোনও হতাহত হয়নি।
আরও পড়ুন- চিকিৎসক গ্রেফতারের ঘটনায় আইনি সহায়তার আশ্বাস KMC-র! কী জানাল আইএমএ?






































































































































