রাজ্যের মুখ্যসচিবের দেওয়া অনশন প্রত্যাহারের ‘শর্ত’ না মেনেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করতে যাবেন জুনিয়র ডাক্তাররা। আর এই পরিস্থিতিতে বৈঠক ভেস্তে দেওয়া হতে পারে বলে পালটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।
তিনি দাবি করেন, যদি বৈঠক ভেস্তে যায় এবং তার জেরে কোনও রোগীর ক্ষতি হয়, তাহলে যেন দেবাশিষ হালদার এবং অনিকেত মাহাতোর নামে এফাইআর করা হয়। তার সাফ কথা, মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো জুনিয়র ডাক্তারদের বারবার বৈঠকে ডেকেছেন।
কখনও স্বাস্থ্যভবনের সামনে অনশন মঞ্চে গেছেন, কখনও বাড়িতে ডেকেছেন আবার কখনও নবান্নে। ডাক্তারদের দাবি নিয়ে আলোচনা, পর্যালোচনা সবই চলছে। তাই ডাক্তারদের উচিত সোমবারের বৈঠকে সদর্থক সাড়া দেওয়া।