অভয়ার নামে টাকা তুলছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী! এমনই অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য।রীতিমতো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে চিকিৎসকদের থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে এই চিকিৎসকের বিরুদ্ধে।
শুধু তাই নয়, কে কত টাকা দিয়েছেন, তার স্ক্রিনশট পাঠানোর নির্দেশও দিয়েছেন সুবর্ণবাবু। তিনি বর্ধমান জেলার ডেপুটি সিএমওএইচ-২। কিন্তু ওই অ্যাকাউন্টটি খোলা হয়েছে কলকাতার ভবানীপুরে একটি ব্যাঙ্কের শাখায়। নির্দিষ্ট ওই গ্রুপে পূর্ব বর্ধমান জেলার বহু চিকিৎসক রয়েছেন।
সুবর্ণবাবু গ্রুপে জানিয়েছেন, আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এবং আইনি যুদ্ধ চালাতে অ্যাকাউন্টে টাকা জমা দিন। ওই গ্রুপ সুবর্ণবাবুর পরিচয় নিয়ে তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।
তৃণমূলের অভিযোগ, সুবর্ণবাবু সরকারি পদ ব্যবহার করে টাকা তুলছেন। এটা সম্পূর্ণ বেআইনি।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, আন্দোলন শুরু হওয়ার কয়েকদিন পরই ওই অ্যাকাউন্টটি খোলা হয়। সেখানে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্যদপ্তরের বিভিন্ন পদে থাকা আধিকারিকরাও রয়েছেন।