বিরলের মধ্যে বিরলতম ঘটনা। অস্ত্রোপচার করে নবজাতকের পেট থেকে বের করা হল যমজ ভ্রূণ। এই দুঃসাধ্য অস্ত্রোপচার সফল করেছেন এনআরএসের শিশু শল্য বিভাগের চিকিৎসকরা। দুদিন বয়সে মালদহের এক নবজাতককে নিয়ে আসা হয় এনআরএস হাসপাতালে। দেখা যায় শিশুটির পেটে দুটি যমজ ভ্রূণ রয়েছে। এরপর শিশুটির বয়স যখন ১৮ দিন ঠিক সেই সময় তার অপারেশন করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ হয়েছে। নিঃসন্দেহে এটি একটি জটিল অস্ত্রপচার।
এনআরএসের চিকিৎসক কৌশিক সাহা এই জটিল পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে বলেন, অনেক সময় দেখা যায় প্রকৃতির কিছু বেনিয়মের জন্য একটি বাচ্চার পেটের ভেতর অপর বাচ্চার অবশিষ্টাংশ প্রবেশ করে। তখন সেখান থেকেই পুষ্টি এবং রক্ত আহরণ করে ওই ভ্রূণটি বেড়ে উঠতে থাকে। তবে সেটা কখনোই পরিপূর্ণ ভ্রুণ নয়। শরীরের যাবতীয় অংশের খানিকটা ওই ভ্রূণের মধ্যে থাকে। কিন্তু নজির বিহীনভাবে দেখা গিয়েছে এই বাচ্চাটির পেটে দুটো এরকম ভ্রূণ পাওয়া গিয়েছে। যা খুবই বিরল। এই দুটো ভ্রূণেরই হাতে- পায়ের আঙুল তৈরি হয়েছিল। যা অস্বাভাবিক বলেই দাবি চিকিৎসকের। তবে অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে সেই শিশু স্থিতিশীল রয়েছে বলেই জানাচ্ছেন চিকিৎসক কৌশিক সাহা।
আরও পড়ুন- সাতদিনে ৯০টিরও বেশি! রবিবার আরও ২৪টি বিমানে বিস্ফোরণের হুমকি ফোন!