মহম্মদ শামি কি ফিট? তিনি কি খেলতে পারবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ? এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর এই নিয়ে এবার মুখ খুললেন শামি নিজেই। জানালেন, তাঁর চোটে এখন আর কোন ব্যথা নেই।
এই নিয়ে শামি বলেন,” গতকাল যেভাবে বল করেছি, তাতে আমি খুশি। আগে অর্ধেক রানআপে বল করতাম, যাতে বেশি চাপ না নিতে হয়। কিন্তু গতকাল আমি ঠিক করি, পূর্ণ শক্তিতে বল করব। নিজের ১০০ শতাংশ দিয়ে বল করেছি। আমার এখন আর কোনও ব্যথা নেই। বহুদিন ধরেই লোকে ভাবছে অস্ট্রেলিয়া সফরে খেলতে পারব কিনা? কিন্তু তার জন্য এখনও সময় আছে।” এরপরই শামি বলেন, “ আমার মাথায় শুধু এখন একটা জিনিসই রয়েছে। আমাকে নিশ্চিত করতে হবে যে আমি পুরো ফিট আর অস্ট্রেলিয়া সফরের আগে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। মাঠে আরও সময় কাটাতে হবে। সেখানে যাওয়ার আগে আমি চাই রঞ্জি ট্রফির কয়েকটা ম্যাচ খেলতে।” উল্লেখ্য, রবিবার শামিকে দেখা গিয়েছিল পূর্ণ রানআপে বল করতে। তাঁকে নজরে রেখেছিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল।
গতবছর ওয়ানডে বিশ্বকাপের পর আর বল হাতে মাঠে দেখা যায়নি তাঁকে। চোটে অস্ত্রোপচার হয় শামির। তারপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চলেছে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া। ধীরে ধীরে সেখানে সুস্থ হয়ে উঠছেন তিনি।
আরও পড়ুন- ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে নিজের পরিকল্পনা জানালেন লাল-হলুদের নতুন কোচ