ফের বিমানে বোমাতঙ্ক (Bomb Threat)। সোমবার সেই তালিকায় কলকাতা বিমানবন্দর (Netaji Subhas Chandra Bose International Airport)। মাঝ আকাশে বিমান হাইজ্যাক ও বিমানে হাইড্রোজেন বোমা (Hydrogen Bomb) রাখার হুমকি দিয়ে কলকাতা বিমানবন্দরেরই পোর্টালের ল্যান্ডলাইন নম্বরে ফোন। এরপরই তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠক কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট অথরিটির (Airport authority), ডাকা হয় সিআইএসএফ (CISF), পুলিশকে। পরে দেখা যায় সেই হুমকি আদৌ সঠিক ছিল না।
টানা এক সপ্তাহ ধরে আন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানে বোমার হুমকি দেওয়া হচ্ছে। এবার কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার (Air India) সিকিউরিটি চেকিংয়েরই পোর্টালের ল্যান্ড লাইন ফোন করে বলা হল, “মাঝ আকাশে বিমান হাইজ্যাক (hijack) করা হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই।” শুধু এইটুকু বলেই কেটে দেওয়া হয় ফোন। এরপর ঠিক ২ মিনিট পর ফের ফোন বেজে ওঠে, যেই ফোনে বলা হয়, “বিমানে হাইড্রোজেন বোমা (Hydrogen bomb) আছে। যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এই খবর পৌঁছতেই তড়িঘড়ি বৈঠক বসেন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট অথরিটি (Netaji Subhas Chandra Bose International Airport)। জারি করা হয় হাই এলার্ট (High Alert)। তবে বিমান পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি। ইতিমধ্যেই নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি। পুলিস তদন্ত করে দেখছে কোন নাম্বার থেকে ফোনটি এসেছিল?কোথা থেকে, এমনকী কত নম্বর থেকে ফোনটি এসেছিল সেই কিছু খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছে কলকাতা বিমানবন্দর থানার পুলিশ (Airport Police Station)।