বেঙ্গালুরু টেস্টে তৃতীয় দিনে চোট পান ঋষভ পন্থ। তবে চতুর্থ দিন ব্যাট হাতে দাপট দেখালেও, পঞ্চম দিন উইকেটকিপিং করতে দেখা যায়নি ভারতীয় উইকেটরক্ষককে। আর এরপরই প্রশ্ন ওঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কি খেলতে দেখা যাবে পন্থকে ? আর এই নিয়ে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক ঋষভ পন্থ। রোহিত জানান, ওর কী অবস্থা সে দিকে খেয়াল রাখতে হবে।

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, “ ওর হাঁটুতে বড়সড় অস্ত্রোপচার হয়েছে। আমাদের সাবধান থাকতেই হবে। ওর কী অবস্থা সে দিকে খেয়াল রাখতে হবে। ব্যাট করার সময়েও ঠিক করে দৌড়তে পারছিল না। চেষ্টা করছিল পুল করে বল মাঠের বাইরে ফেলার। পন্থের মতো একজন ক্রিকেটারের ক্ষেত্রে কোনও ভাবেই ঝুঁকি নেওয়া যাবে না। ওর অনেক ছোটখাটো অস্ত্রোপচার হয়েছে। বড় অস্ত্রোপচারও হয়েছে।“ এরপর তিনি আরও বলেন, “ গত দেড় বছরে পন্থ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তাই জন্যই ওর বাড়তি যত্ন নেওয়া দরকার। আপনি কিপিং করার সময় প্রতিটা বলের ক্ষেত্রে হাঁটু মুড়ে নিচু হতে হয়। যে ধরনের উইকেটে খেলা হয়েছে তাতে আমাদের মনে হয়েছিল ওর সাজঘরে থাকাই ভাল যাতে পরের টেস্টে ১০০ শতাংশ ফিটনেস নিয়ে খেলতে পারে।“

এদিন নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারে ভারতের । বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারে টিম ইন্ডিয়া। ব্যর্থ যায় সরফরাজ খান, ঋষভ পন্থের ইনিংস। কাল হয়ে দাঁড়াল ভারতের প্রথম ইনিংসে ৪৬ রান। যা ভারতের হারের অন্যতম কারণ। এই জয়ের ফলে ১৯৮৮ সালের পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড।
আরও পড়ুন- লাল-হলুদকে ২-০ গোলে উড়িয়ে কী বললেন সবুজ-মেরুন কোচ ?








































































































































