গতকাল আইএসএল-এ প্রথম ডার্বিতে জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। বড় ম্যাচে ইস্টবেঙ্গল এফসিকে ২-০ গোলে হারায় সবুজ-মেরুন। আর এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে মোহনবাগান। আর দলে এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা। তবে আবেগে ভাসতে চাননা তিনি। বরং পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন বলে জানান সবুজ-মেরুন কোচ।
এই নিয়ে ম্যাচ শেষে মোলিনা বলেন , “ জানি না আমিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কি না। আমি স্রেফ একজন কোচ। কোনও জাদুকর নই। সমর্থকদের জন্য এই জয়ে খুশি। তবে আমার কাছে তিন পয়েন্টের বেশি কিছু নয়। এখনও আমাদের পা মাটিতে রাখতে হবে, শান্ত থাকতে হবে এবং পরের ম্যাচের জন্য তৈরি হতে হবে। অনেক কাজ এখনও বাকি আছে।“ এরপরই তিনি আরও বলেন, “ কোন একটা দিক নয়, গোটা দলকে নিয়ে ভাবতে চাই। আমার কাছে ১১ জনই ডিফেন্ডার। ১১ জনই ফরোয়ার্ড। গোল করার জন্য, জেমি ম্যাকলারেন যেভাবে নীচে নেমে এসে দলকে সাহায্য করেছে সেটা আমার বেশি ভাল লেগেছে।“
এদিকে নিজের দলের পাশাপাশি প্রতিপক্ষ দল লাল-হলুদেরও প্রশংসা করেন মোলিনা। তিনি বলেন, “ ইস্টবেঙ্গলের নতুন কোচকে ব্যক্তিগত ভাবে চিনতাম না। ম্যাচের পর ওকে শুভেচ্ছা জানালাম। নতুন এসেছে। আমি চাই ওর হাত ধরে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াক।“
আরও পড়ুন- কোচের পদে বসেই দলের রোগ ধরে ফেললেন লাল-হলুদের নতুন কোচ, কী বললেন তিনি ?