প্রথম ইনিংসের ব্যর্থতাই নিউজিল্যান্ডের কাছে হার আটকাতে পারলনা। এদিন বেঙ্গালুরুতে কিউইদের কাছে ৮ উইকেটে হারে ভারতীয় দল। যদিও এই হার নিয়ে ভাবতে রাজি নন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। বরং রোহিত জানালেন, প্রথম ম্যাচ হারলেও সিরিজ হাতছাড়া হয়নি ভারতের।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন , “ এরকম ম্যাচ হতেই পারে। আমরা সামনের দিকে এগিয়ে যাব। যদি দেখেন ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম ম্যাচে হেরেছিলাম। তার পরে চারটে ম্যাচে জিতেছি। আমরা জানি এই জায়গা থেকে আমাদের প্রত্যেককে ঠিক কী করতে হবে।“ এখানেই না থেমে ভারত অধিনায়ক আরও বলেন, “ সত্যি বলতে এই ম্যাচ নিয়ে আর ভাবতেই চাই না। দলের মধ্যে ধারাবাহিক ভাবে একটা বার্তা দেওয়া দরকার। আমরা দ্বিতীয় ইনিংসে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেছি। হেরেছি ঠিকই। তবে আমার মতে এই ম্যাচ থেকে অনেক প্রাপ্তি রয়েছে।“
কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রান করে টিম ইন্ডিয়া। যে রানে সমালোচনায় ভরে যায় টিম ইন্ডিয়া। এই ইনিংস নিয়েও মুখ খোলেন রোহিত। তিনি বলেন, “ আগের বারই বলেছিলেন পিচে আঠালো ভাব থাকবে ভেবে আগে ব্যাটিং নিয়েছি। তবে কখনওই ভাবিনি আমরা ৪৬ রানে শেষ হয়ে যাবে। নিউজিল্যান্ড ভাল বল করেছে। আমরা তার উত্তর দিতে পারিনি।“
আরও পড়ুন- ব্যর্থ ভারতের দ্বিতীয় ইনিংস, কিউইদের কাছে প্রথম টেস্টে ৮ উইকেটে হার রোহিতদের