সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণ, তদন্তে তৎপর NIA-NSG

0
2

রাজধানীর সিআরপিএফ (CRPF) স্কুলের বাইরে বিস্ফোরণের ঘটনায় রবিবার সকালে আতঙ্ক ছড়ালো স্থানীয়দের মধ্যে। প্রাথমিকভাবে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা বিস্ফোরণের পরে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে সামনের দোকানগুলি বেশ ক্ষতিগ্রস্থ হয়। দ্রুত এলাকা ঘিরে তদন্ত শুরু করে কেন্দ্রীয় ফরেনসিক বিভাগ (National Forensic Lab)। ঘটনাস্থলে তদন্তে সাহায্য করতে পৌঁছায় এনডিআরএফের (NDRF) দলও।

রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লির রোহিনীতে প্রশান্ত বিহার (Prashant Vihar) এলাকার সিআরপিএফ স্কুলের বাইরে বিষ্ফোরণের শব্দ শোনা যায়। গ্যাস সিলিন্ডার (gas cylinder) বিস্ফোরণের মতো শব্দ বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় রাখা গাড়ির কাঁচ থেকে স্থানীয় দোকানের কাঁচে ফাটল ধরে। বেশ কিছু দোকানের হোর্ডিং খুলে যায় বিস্ফোরণের তীব্রতায়। ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রায় দশ মিনিট এভাবেই ধোঁয়ার আস্তরণ থেকে যায় এলাকায়। সিলিন্ডার বিস্ফোরণের পাশাপাশি বাড়ি ভেঙে পড়ার মত শব্দের দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এনএসজি (NSG) কম্যান্ডো বাহিনী। ঘটনাস্থলে আসেন ফরেনসিক বিশেষজ্ঞরা। শুরু হয় নমুনা সংগ্রহের কাজ। ঘটনাস্থল থেকে সাদা গুঁড়ো সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। বিস্ফোরণের তীব্রতা আন্দাজ করে ঘটনাস্থলে পৌঁছান এনআইএ (NIA) তদন্তকারীরাও। ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের (Delhi Crime Branch) একটি দফতর রয়েছে। সেই সঙ্গে রয়েছে দিল্লি জেলা আদালত। ফলে এই বিস্ফোরণে স্বাভাবিকভাবে তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।