আজ শহরে মেগা ডার্বি। আইএসএল-এর বড় ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই ম্যাচে সব থেকে যার ওপর নজর থাকবে লাল-হলুদ ডিফেন্ডার আনোয়ার আলি।

মোহনবাগানের চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই করেছেন। তারপর জল গড়িয়েছে অনেক দূর। এখনও ফেডারেশনের কোর্টে লড়াই চলছে তাঁকে নিয়ে। এই অবস্থায় শনিবার যুবভারতীতে পুরনো দলের বিরুদ্ধে পরীক্ষা আনোয়ার আলির। পরীক্ষায় নামার আগে আনোয়ার বলছেন, তাঁর উপরে চাপ থাকবে। লাল-হলুদ ডিফেন্ডার বলছেন, ‘‘ডার্বির আলাদা চাপ থাকেই। তবে আমি চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে দলের জয় নিশ্চিত করা। জানি, আমাদের শুরুটা ভাল হয়নি। তবে মোহনবাগানের বিরুদ্ধে জিতে চলতি আইএসএলে প্রথম তিন পয়েন্ট ঘরে তুলতে চাই।” গত মরশুমে সবুজ-মেরুন জার্সি গায়ে মাতিয়ে দিয়েছিলেন আনোয়ার। ইস্টবেঙ্গলের জালে বলও জড়িয়েছেন। সেই আনোয়ারই দল বদলে এ বার লাল-হলুদে।

এদিকে মোহনবাগানের বিশ্বকাপার জেমি ম্যাকলারেন মহামেডানের বিরুদ্ধে গোল করেছেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করার হুঙ্কার দিলেন তিনি। ম্যাকলারেন বললেন, ‘‘ডার্বির গুরুত্ব আমি জানি। একটা ডার্বিতে গোল করেছি। আরও একটা ডার্বিতে গোল করার জন্য মুখিয়ে আছি। তবে দলের জয়টাই আসল। ”
আরও পড়ুন- ডার্বিতে নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ বিনো জর্জ , পাখির চোখ তিন পয়েন্ট



 
 
 
 



































































































































