তাঁর জীবন নিয়ে সংশয়, একের পর এক হুমকি আসছে, তবুও কর্তব্যে অবিচল সলমন খান (Salman Khan)। লরেন্স বিষ্ণোই গ্যাং-এর ৫ কোটির দাবি কি মেনে নিলেন বলিউডের ভাইজান? এই প্রথমবার মুখ খুললেন বিধ্বস্ত সুপারস্টার। বিগ বস-১৮ এর (Big Boss Season 18) মঞ্চে শুটিং করতে এসে কঠিন পরিস্থিতির আভাস দিয়ে জানালেন, নিজের জন্য নয় বরং মা-বাবার জন্যই বেশি চিন্তিত ‘দাবাং’ খান।
কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সলমনের সাধের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। আতঙ্কে গোটা পরিবার। তবুও কাজ বন্ধ রেখে ঘরে মুখ লুকিয়ে বসে থাকার পাত্র সুপারস্টার নন। একদিকে সিনেমার শুটিং, অন্যদিকে বিগবস-এর অ্যাঙ্কারিং দুটোই চালিয়ে যাচ্ছেন। রিয়ালিটি শোয়ের একটি শুটিং পর্বের ভিডিও এই মুহূর্তে সমাজমাধ্যমে বেশ ভাইরাল। সেখানেই বিধ্বস্ত- বিপর্যস্ত সলমন নিজের কথা শেয়ার করেন। আসলে অনুষ্ঠানে অবিনাশ মিশ্র নামে এক প্রতিযোগীর বিরুদ্ধে ঘরের অন্য সদস্যেরা অভিযোগ করেছেন, মহিলারা নাকি তাঁর জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই মন্তব্যের বিরোধিতা করেন সলমন। বলেন, এই কথা প্রতিযোগীর মা-বাবা জানতে পারলে কতটা কষ্ট পাবেন তিনি আন্দাজ করতে পারছেন। এই প্রসঙ্গে নিজের জীবনের কথা উল্লেখ করে সলমন বলেন তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে। যার জেরে তাঁর বাবা-মাকেও অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তিনি সবসময় এই বিষয় নিয়েই চিন্তিত।