ঝাড়খণ্ডে আসন রফা চূড়ান্ত I.N.D.I.A. জোটের, জানালেন হেমন্ত সোরেন

0
3

বিজেপি বিরোধী জোট শরিকদলগুলি শনিবারই ঝাড়খণ্ড (Jharkhand) নির্বাচনের আসন রফা চূড়ান্ত করে ফেলল। প্রাথমিক আলোচনা শেষে জানালেন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) সভাপতি হেমন্ত সোরেন (Hemant Soren)। বিরোধী শিবির পরিচালিত ঝাড়খণ্ড ছিনিয়ে নিতে কোনও কৌশল বাকি রাখছে না বিজেপি। মাত্র ৮২ আসনের ঝাড়খণ্ডে দুদফায় নির্বাচনে ঘোষণা করা হয়েছে। সেখানে আসন রফা নিয়ে নিজেদের মধ্যে কোনও দ্বন্দ্ব রাখতে চায় না বিরোধী জোট সদস্যরা, প্রাথমিক বৈঠকের পরে তাও খানিকটা স্পষ্ট।

শনিবারের বৈঠকের শেষে হেমন্ত সোরেন জানান, কংগ্রেস (Congress) ও জেএমএম (JMM) যৌথভাবে লড়াই করবে। ৮২ আসনের মধ্যে ৭০ আসনে লড়াই করবে কংগ্রেস (Congress) ও জেএমএম (JMM)। বাকি আসনগুলিতে লড়বে I.N.D.I.A. জোটের বাকি শরিকরা। তবে প্রাথমিকভাবে আসন রফা হলেও নির্দিষ্ট আসন চূড়ান্ত হয়নি বলেই সূত্রের খবর। হেমন্ত সোরেন (Hemant Soren) জানান, কে কোন আসন থেকে লড়াই করবেন তা পরে জানানো হবে।