রঞ্জিতে ফিরেই কি টিম ইন্ডিয়ার দরজা খুলতে চলেছে ঈশানের?

0
14

ফের কি ভারতীয় দলের দরজা খুলতে চলেছে ঈশান কিষাণের? এমনটাই খবর সূত্রের। গত মরশুমে রঞ্জি ট্রফি না খেলার কারণে ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল ভারতীয় তরুণ ক্রিকেটারকে। তবে এবার ফের রঞ্জিতে ফিরছেন ঈশান। আর সূত্রের খবর ভারতীয় দলের দরজা খুলতে চলেছে ঈশানের।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর, ঈশানকে ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। সেখানে ভারত এ দলের দু’টি চার দিনের ম্যাচ খেলার কথা। ভারতীয় দল অস্ট্রেলিয়া যাবে। মূল দলের অংশ না হলেও ঈশানকে রোহিতদের সঙ্গে রাখা হতে পারে।

গত মরশুমে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলেননি ঈশান। খেলেননি কোন ঘরোয়া ক্রিকেটেও। বোর্ড তাঁকে বার বার বলেছিল খেলার জন্য। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে খেলেননি তিনি। হার্দিক পাণ্ড্যের সঙ্গে অনুশীলন করছিলেন আইপিএলের প্রস্তুতি নিতে। তাও ঘরোয়া ক্রিকেটে খেলেননি। বাদ পড়েন ভারতীয় দল থেকে। এমনকি বাদ দেওয়া হয় বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারতকে অভিনব প্রস্তাব পিসিবির : সূত্র