বোর্ডের পরীক্ষা, নিউজিল্যান্ড সিরিজে নেই রিচা ঘোষ

0
3

সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতের মহিলা দল। আর সেই ম্যাচে পাওয়া যাবে না টিম ইন্ডিয়ার ভরসা রিচা ঘোষকে। সূত্রের খবর, বোর্ডের পরীক্ষার জন্য কিউইদের বিরুদ্ধে পাওয়া যাবে না ভারতীয় উইকেটরক্ষককে।

অক্টোবরে ২৪, ২৭, ২৯ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতের প্রমিলা ব্রিগেড। যেই দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর। যদিও ইতিমধ্যে হরমনপ্রীতের নেতৃত্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই হরমনকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পক্ষে । ভারতীয় বোর্ড যদিও এখনও হরমনপ্রীতের উপর ভরসা রাখছে। সূত্রের খবর, নির্বাচক কমিটি এবং কোচ অমল মুজুমদারের সঙ্গে বৈঠকে বসবেন বিসিসিআই কর্তারা। নতুন অধিনায়ক হলে নিউজিল্যান্ড সিরিজ থেকেই হোক, এমনটাই খবর ছিল বোর্ডের অন্দরে। তবে শেষমেশ নিউজিল্যান্ড সিরিজেও হরমনপ্রীতকেই নেতৃত্বে রাখা হয়। ভরসা রাখা হচ্ছে তাঁর ওপর।

এদিকে এই সিরিজে রিচা ঘোষকে দলে রাখা রাখা হয়নি। জানা গিয়েছে, সামনেই বোর্ডের পরীক্ষা আছে রিচার। দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবেন ভারতীয় দলের উইকেটকিপার। ফলে তাঁর পক্ষে খেলতে নামা সম্ভব নয়। এদিকে দলে নতুন মুখ চার জন। দুই অলরাউন্ডার সায়ালি সাতঘোরে এবং সাইমা ঠাকরের সঙ্গে ডাক পেয়েছেন লেগ স্পিনার প্রিয়া মিশ্র এবং ব্যাটার তেজল হাসাবনিস। তবে চোটের কারণে এই সিরিজে নেই লেগ স্পিনার আশা সোভানা। এছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে অলরাউন্ডার পূজা বস্ত্রকারকে।

আরও পড়ুন- নিউজিল্যান্ড সফরের মাঝেই, টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কিন্তু কেন?