লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা হারানোর পরে অনিশ্চয়তায় ভুগতে থাকা মোদি সরকারের নতুন শক্তি প্রদর্শনের জায়গা হরিয়ানা (Haryana)। রাজ্যে টানা তৃতীয়বার বিজেপি ক্ষমতা ধরে রাখার অহংকারে নওয়াব সিং সাইনির (Nayab Singh Saini) শপথ অনুষ্ঠানে এনডিএ (NDA) জোটের সব মুখ্যমন্ত্রীদের উপস্থিত করে কার্যত ক্ষমতা দেখালেন নরেন্দ্র মোদি।
একই বছরে দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ (oath taking) নিলেন নওয়াব সিং সাইনি। বৃহস্পতিবার পঞ্চকুলার দশহরা ময়দানে রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় তাঁকে শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে উপস্থিত ছিলেন এনডিএ (NDA) শাসিত ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী।
মার্চ মাসে প্রথম বার মনোহর লাল খট্টরের জায়গায় মুখ্যমন্ত্রী পদে বসানো হয় বিজেপির ওবিসি নেতা নওয়াব সাইনিকে (Nayab Singh Saini)। তবে তিনি যে যোগ্য ছিলেন তা বিধানসভা নির্বাচনে বিজেপির ৪৮ আসনে জয়ের মধ্যে দিয়েই তিনি প্রমাণ করেন। ফলে তাঁকে মুখ্যমন্ত্রী ঘোষণা নিয়ে দ্বিমত হয়নি বিজেপির অন্দরে। বৃহস্পতিবার নওয়াব সাইনির পাশাপাশি শপথ নেন বিজেপি বিধায়ক অনিল ভিজ (Amil Vij), কৃষাণ লাল পানওয়ার, রাও নরবির সিং।