নীতীশ কুমারের (Nitish Kumar) বিহারের ছাপড়া জেলার সিওয়ানে বিষমদ খেয়ে ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল বুধবার, বৃহস্পতিবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো ২০-তে । ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আটজনের নামে FIR দায়ের হয়েছে বলে খবর। পুলিশের চোখের আড়ালে বিষমদের ব্যবসা চলছিল, এই বিষয়ে মাসরাক থানার এসএইচও-র থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। বিরোধীরা প্রশ্ন তুলছে, যে রাজ্যে মদ নিষিদ্ধ সেখানে বিষ মদের ব্যবসা রমরমিয়ে চলছে কীভাবে?
মৃত এক ব্যক্তির আত্মীয় জানাচ্ছেন যে ওই ব্যক্তি চলতি মাসের ১৫ তারিখ নাগাদ মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আরজেডির তরফে এই অবস্থার জন্য এনডিএ সরকারকে দায়ী করা হয়েছে। ছাপড়ার পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, লোকাল চৌকিদার এবং পঞ্চায়েতে এলাকার পুলিশ আধিকারিককে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। জেলাশাসক মুকুল গুপ্তা জানিয়েছেন, ভগবানপুরের এসএইচও এবং এএসআইয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।