আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
লক্ষ্মীপুজোর দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। বুধবারের সকাল থেকেই মূলত মেঘলা আকাশের দেখা মিলছে কলকাতা সহ বিভিন্ন জেলায় (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে মূলত শুষ্ক আবহাওয়াই দেখা যাবে। তবে আজ কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের দেখা মিলছে।
শুক্রবার পর্যন্ত সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।








































































































































