আর জি কর সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েত নয়! সময়সীমা বাড়াল কলকাতা পুলিশ

0
2

অশান্তিতে উস্কানি দিচ্ছে একটা মহল। সেই কারণে আর জি কর মেডিক্যাল কলেজ (R G Kar Medical College And Hospital) সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল কলকাতা পুলিশ (Kolkata Police)। বুধবার থেকে আর জি কর সংলগ্ন এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য। এই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ১৪ অগাস্ট রাতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির মধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটে  আর জি করে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী।ভাঙচুর চালানো হয় হাসপাতালের বিভিন্ন জায়গায়। হামলায় জড়িত অনেককেই গ্রেফতার করে পুলিশ (Kolkata Police)। তার পর থেকেই ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়। আরজি কর ও তার সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েত রুখতে একাধিক পদক্ষেপ করে পুলিশ।ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (পূর্বতন ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) অনুযায়ী, এই নির্দেশিকা জারি করা হয়েছে। এর সময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধি করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এই নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা জানিয়েছেন। কোন কোন এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকবে- তাও জানানো হয়েছে। শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকার বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়-সহ কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি থাকবে।