সকাল থেকে অবিরাম বৃষ্টি, ভারত – নিউজিল্যান্ড টেস্ট নিয়ে সংশয়!

0
2

বেঙ্গালুরুর আবহাওয়া এতটাই প্রতিকূল যে কয়েকদিন ধরেই কমলা সর্তকতা জারি করা হয়েছে। আশঙ্কা ছিল এই অবস্থায় বুধে ভারত – নিউজিল্যান্ড (Ind vs NZ) প্রথম টেস্টে বলে গড়াবে তো? বেলা বাড়তেই বোঝা গেল কিউয়ি বধের স্ট্র্যাটেজি তৈরি থাকলেও বরুণ দেবতা নিজের খেলা দেখাতে ব্যস্ত রোহিতদের (Rohit Sharma)। অ্যাকুওয়েদার অনুযায়ী, টেস্টের পাঁচ দিনই বেঙ্গালুরুর আকাশ মেঘলা। বুধবার সেখানে বৃষ্টির সম্ভাবনা ৪১ শতাংশ। দুপুরে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এদিন নির্ধারিত সময়ে টস করা গেল না। ফলে আজকের খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা বাড়ছে।

ভারত – বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও বৃষ্টি ভিলেন হয়েছিল, কিন্তু টিম ইন্ডিয়ার বাজবল ক্রিকেটে তিনদিনেই ফয়সালা করে ফেলেছিলেন রোহিতরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৩-০তে হারানোই এখন গম্ভীর বাহিনীর মূল লক্ষ্য। শীর্ষে থাকতে এই সিরিজ জিততেই হবে বুমরা – বিরাট – রাহুলদের। ভারত যদি নিউজিল্যান্ডকে তিনটি টেস্টেই হারায়, তা হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি জয় এবং একটি ড্র-ই ফাইনালে ওঠার পক্ষে যথেষ্ট। আজকের ম্যাচের প্রথম একাদশ এখনও সামনে আনেননি টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন জানিয়েছেন সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। এখন বেঙ্গালুরুর আকাশের দিকে তাকিয়ে ভারতীয় সমর্থকরা।