আন্তর্জাতিক ফুটবলে ১০ম হ্যাটট্রিক করলেন মেসি। এর মধ্য দিয়ে রোনাল্ডোর রেকর্ড ছুঁয়ে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২০২১ সালে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে দেশের জার্সিতে ১০ম হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সেটা ছিল প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি হ্যাটট্রিকের নজির।
আন্তর্জাতিক ফুটবলে ১৩৩ গোল নিয়ে শীর্ষে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বলিভিয়ার বিপক্ষে আজ হ্যাটট্রিক করে আর্জেন্টিনার হয়ে নিজের গোলসংখ্যা ১১২-তে নিয়ে গেলেন লিওনেল মেসি। ১৮৯ ম্যাচে মেসির গোলসংখ্যা ১১২। রোনাল্ডো ১৩৩ গোল করতে খেলেছেন ২১৬ ম্যাচ। ১৪৮ ম্যাচে ১০৮ গোল নিয়ে তৃতীয় ইরানের সাবেক ফরোয়ার্ড আলী দাইয়ি।
ক্লাব ও দেশের হয়ে মোট ৫৮টি হ্যাটট্রিক মেসির। এখনও খেলে যাওয়া ফুটবলারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ৬৬ হ্যাটট্রিক নিয়ে এই তালিকার শীর্ষে রোনাল্ডো।
পেশাদার ফুটবলে ১০০–এর বেশি হ্যাটট্রিক রয়েছে তিন ফুটবলারের—জার্মানির আরউইন হেলমশেন (১৪১+), অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের হয়ে খেলা জোসেফ বাইকান (১০১+) ও হাঙ্গেরির ফেরেঙ্ক ডিক (১০০+)।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৩টি হ্যাটট্রিক করলেন মেসি। ২টি হ্যাটট্রিক করেছেন বলিভিয়ার বিপক্ষে, ১টি ইকুয়েডরের বিপক্ষে।