লক্ষ্মীপুজোর সকালে মুর্শিদাবাদের বহরমপুরে শ্যুটআউট (Shootout)। প্রাতঃভ্রমণে (Morning Walk) বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল স্থানীয় এক তৃণমূল নেতার (TMC Leader)। বুধবার ঘটনাটি ঘটেছে বহরমপুরের (Berhampore) রাধারঘাট-১ গ্রাম পঞ্চায়েতের গোয়ালজান নাথপাড়া এলাকায়। মৃতের নাম প্রদীপ দত্ত। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন প্রদীপ দত্ত। অভিযোগ, তখনই মোটরবাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রদীপ। গুলির আওয়াজ শুনেই সেসময় ছুটে আসেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় প্রদীপবাবুকে স্থানীয় গীতারাম হাসপাতালে (GitaRam Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিস। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। পুলিস গোটা ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগেও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রদীপবাবু। তিনি তৃণমূল কংগ্রেসের বহরমপুর (পশ্চিম) ব্লকের সহ-সভাপতি পদে ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে বছর কযেক সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। বর্তমানে ওই তৃণমূল কর্মী জমি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। জমি কেনাবেচা সংক্রান্ত কোনও বিবাদ, নাকি অন্য কোনও কারণে প্রদীপবাবুকে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)৷ পাশাপাশি সেই এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে৷