আগামিকাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। আগামিকাল বেঙ্গালুরুতে প্রথম টেস্ট। এই ম্যাচে কি রয়েছে বৃষ্টির ভ্রুকুটি? কি বলছে বেঙ্গালুরুর আবহাওয়া ? চুলুন দেখে নেওয়া যাক।
বেঙ্গালুরুর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবারও বৃষ্টি হতে পারে বেঙ্গালুরুতে। হাওয়া অফিসের খবর অনুযায়ী, টেস্টের পাঁচ দিনই বেঙ্গালুরুর আকাশ মেঘলা থাকবে। বুধবার সেখানে বৃষ্টির সম্ভাবনা ৪১ শতাংশ। দুপুরে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। যা শুক্রবার বেড়ে হবে ৬৭ শতাংশ। শনিবার অবশ্য বৃষ্টির সম্ভাবনা কম। সেদিন বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। যদিও রবিবার টেস্টের শেষ দিনে তা বেড়ে হবে ৪০ শতাংশ।
কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করেছে রোহিত শর্মার দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই লক্ষ্যেই যে নামছে টিম ইন্ডিয়া , সেকথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ রোহিত