ভোট প্রচারে খয়রাতির প্রতিশ্রুতি! কেন্দ্র-নির্বাচন কমিশনের মত কী? জানতে চেয়ে সুপ্রিম নোটিশ

0
4

ভোট প্রচারে খয়রাতির প্রতিশ্রুতি নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের মত কী? জানতে চাইল সুপ্রিম কোর্ট। ভোট প্রচারে খয়রাতির প্রতিশ্রুতিকে ঘুষ হিসেবে গণ্য করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে মঙ্গলবার নোটিশ জারি করে কেন্দ্রীয় সরকার (Central Government) ও নির্বাচন কমিশনের (Election Commission) অবস্থান জানতে চাইল শীর্ষ আদালত।

বিনামূল্যের খয়রাতি নিয়ে রাজনৈতিক দলগুলি যেভাবে বেলাগাম প্রতিশ্রুতি দেয় তাতে সরকারি কোষাগারের উপর এবং করদাতাদের উপরই আর্থিক চাপ বাড়ে। কিন্তু প্রাক-নির্বাচনী এই প্রতিশ্রুতি পূরণ করার বিষয়টি নিশ্চিত করার কোনও ব্যবস্থা নেই। এই অভিযোগ জানিয়ে মামলা করেছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা শশাঙ্ক জে শ্রীধর। এদিন সুপ্রিম কোর্টে সেই মামলা ওঠে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস জেবি পারদিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে।শশাঙ্কের আবেদন ছিল যে রাজনীতিক দল নির্বাচনী প্রচারে খয়রাতির প্রতিশ্রুতি দেয়, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুক নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতেই নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।