রাজ্য়ের সিভিক ভলান্টিয়ার (civic volunteer) নিয়োগ নিয়ে একগুচ্ছ নির্দেশিকার প্রস্তাব করে রাজ্যের হলফনামা দাবি করল সর্বোচ্চ আদালত। একদিকে রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে একগুচ্ছ প্রশ্ন পেশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud)। অন্যদিকে, প্রশ্নের পাশাপাশি একাধিক নির্দেশিকা জারি করে রাজ্যের হলফনামা দাবি করে সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের (CBI) দাখিল করা চার্জশিটে (chargesheet) সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে নিয়ে প্রশ্নে রাজ্যের সিভিক নিয়োগ নিয়ে নতুন পদক্ষেপের পথে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
আর জি কর মামলার তদন্তে কলকাতা পুলিশ প্রধান অভিযুক্ত হিসাবে গ্রেফতার করেছিল সঞ্জয় রায়কে। সিবিআই (CBI) প্রথম চার্জশিটে সঞ্জয় রায়কেই প্রধান অপরাধী বলে উল্লেখ করে। অন্য কেউ অভিযুক্ত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে বলে মঙ্গলবার সর্বোচ্চ আদালতে পেশ করা রিপোর্টে জানায় সিবিআই। সেই সঙ্গে আরও কারো যুক্ত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখার দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঞ্জয় রায়ের নাম উল্লেখ হতেই তার সিভিক ভলান্টিয়ার (civic volunteer) হিসাবে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।
অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নিয়োগ কীভাবে হয়েছিল, তা নিয়ে প্রশ্ন করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। রাজ্যের বিপক্ষের আইনজীবী জানান এমন একটি নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে, যা আদালতের বিচারাধীন। এরপরই প্রধান বিচারপতির প্রশ্ন: ১) রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ কোনও আইনি প্রক্রিয়ার (legal source) মধ্যে দিয়ে হয়েছে, পেশ করতে হবে। ২) কোন পদ্ধতিতে নিয়োগ হয়েছে। ৩) নিয়োগের জন্য যোগ্যতার মাপকাঠি কী। ৪) নিয়োগের আগে কীভাবে যাচাই করা হয়েছে। ৫) কোন সংস্থার (institution) অধীনে তাঁদের নিয়োগ হয়েছে। ৬) সিভিক ভলান্টিয়ারদের (civic volunteer) বেতন দিনের বা মাসের কী হিসাবে হয় এবং বাজেটে তার কী উল্লেখ থাকে। এই প্রশ্নের উত্তর হলফনামার (affidavit) আকার পেশের নির্দেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সেই সঙ্গে হলফনামায় যুক্ত করতে বলা হয়: বিশেষভাবে উল্লেখ করতে হবে কোন পদ্ধতিতে সিভিক ভলান্টিয়ারদের (civic volunteer) নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে কোনও স্পর্শকাতর (sensitive) বিষয়ে যেমন হাসপাতাল, থানার নিরাপত্তা বা অপরাধের তদন্তে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না। এই মর্মে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারিত পেশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।