আগামী ১৩ নভেম্বর ওয়ানাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বরেলির পাশাপাশি ওয়ানাড কেন্দ্র থেকেও জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি৷ কিন্তু ওয়ানাড কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দেন রাহুল৷ এবার সেই কেন্দ্রে প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কার নাম জানিয়ে দিল কংগ্রেস।
প্রিয়াঙ্কা গান্ধী ১৯৯৯ সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত। প্রাথমিকভাবে আমেঠিতে তাঁর মা সোনিয়া গান্ধীর পক্ষে প্রচার করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক উপস্থিতি সত্ত্বেও, তিনি নিজে কখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে মঙ্গলবার সরকারিভাবে নাম ঘোষণা হলেও প্রিয়াঙ্কা যে ওয়ানড়ে লড়বেন সেটা আগেই জানিয়েছিল কংগ্রেস। ওই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দেবে কংগ্রেসেরই ইন্ডিয়া জোটের সঙ্গী সিপিআই। উল্লেখ্য মঙ্গলবার নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ওয়ানড় লোকসভা কেন্দ্রের ভোটগণনা ১৩ নভেম্বর। ফল ঘোষণা ২৩ নভেম্বর।