হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই আইএসএল-এর প্রথম ডার্বি। ১৯ তারিখ শহরে বড় ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচের উত্তাপে ফুটতে শুরু করেছে ফুটবলপ্রেমীরা। আর এরই মধ্যে শুরু হয়ে গেল ডার্বি ম্যাচের টিকিট বিক্রি। অফলাইন, অনলাইন, দুই পদ্ধতিতেই কাটা যাচ্ছে হাইভোল্টেজ ম্যাচের টিকিট।

বড় ম্যাচের অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে, ৩০০, ৩৫০, ৪০০ এবং ৫০০ টাকায়। অনলাইনে কাটা টিকিট লাল-হলুদ সমর্থকরা টিকিট রিডিম করাতে পারবেন সল্টলেক স্টেডিয়ামের এক নম্বর গেটের বক্স অফিস থেকে। ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। আর সবুজ-মেরুন সমর্থকরা সল্টলেক স্টেডিয়ামের চার নম্বর গেটের বক্স অফিস থেকে অনলাইন টিকিটের রিডিম করাতে পারবেন। এক্ষেত্রে সময় থাকছে একই।

অফলাইন টিকিটের জন্য দুই দলের সমর্থকরা টিকিট কাটতে পারবেন ইস্টবেঙ্গল ক্লাব এবং রুবি হাসপাতাল জংশন থেকে। টিকিট পাওয়া যাবে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
এদিকে, ছুটি কাটিয়ে ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্ট-মোহন। মাঠে নেমে পড়েছেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, জেমস কামিন্স, মনবীর সিংরা। অপরদিকে, লাল-হলুদের নতুন কোচ অস্কার ব্রুজোর ভিসা জট এখনও কাটেনি। ফলে অস্থায়ী কোচ বিনো জর্জের তত্ত্বাবধানেই জোরকদমে ডার্বির প্রস্তুতি নিচ্ছেন ক্লেটন সিলভারা। আইএসএলের প্রথম চার ম্যাচেই হার লাল-হলুদের। ঘুরে দাঁড়ানোর জন্য শনিবাসরীয় বড় ম্যাচকেই মঞ্চ হিসাবে বাছছে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন- আগামিকাল ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টে কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কী বলছে হাওয়া অফিস ?








































































































































