প্রতিবারে মতো এবারও বর্ণাঢ্য দুর্গাপুজোর কার্নিভালের (Carnival) রেড রোডে (Red Road)। মঙ্গলবার অনুষ্ঠানের সূচনা হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ও সুর দেওয়া গান দিয়ে। মঞ্চে গানটি পরিবেশনা করেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানের তালে নৃত্য পরিবেশন করা হয়। এই গানে অনেক পুজো কমিটিই এই গানে নাচ করেন। গানটিকে কার্নিভ্যালের সেরা গান হিসেবে এদিনের মঞ্চে ঘোষণা করা হয়।
এদিন দুপুর গড়াতেই রেড রোডে মানুষের ভিড় উপচে পড়ে। নির্দিষ্ট সময়ের আগেই সব আসন কানায় কানায় ভরে যায়। চারটের আগেই রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। ছিলেন তারকা সাংসদ-বিধায়করা। সঙ্গে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও। রয়েছেন সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ নুসরত জাহান, বিধায়ক সোহম চক্রবর্তী। পরে অনুষ্ঠানের পরে যোগ দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য। ছিলেন সুভদ্রা, সৌমিতৃষা, ভরত কল, নীল-সহ টলিউডের একঝাঁক নক্ষত্র। বহু বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।
এদিন রেড রোডের কার্নিভালে মোট ৮৯টি পুজো অংশগ্রহণ করে। এদিনের কার্নিভালে (Carnival) গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজোর শোভাযাত্রায় পুরোভাগে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর লেখা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন চন্দ্রিমা। পাশাপাশি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আলিপুর বডিগার্ড লাইনস-এর হয়ে অনুষ্ঠান করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।