ওয়াকফ বিল নিয়ে সংঘাত তুঙ্গে! অভিযোগ জানিয়ে এবার স্পিকারের দ্বারস্থ বিরোধী শিবির

0
3

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শাসক বিরোধী সংঘাত তুঙ্গে৷ এরই জেরে সোম ও মঙ্গল, পরপর দুদিনে দু দু বার জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করল বিরোধী শিবির৷ শুধু তাই নয়, নিজেদের অবস্থানের সপক্ষে প্রমাণ তুলে ধরে এবার জেপিসি বৈঠকের কার্যকারিতা এবং বৈধতা নিয়েই প্রশ্ন তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও লিখেছেন বিরোধী শিবিরের সাংসদরা, দাবি সূত্রের৷

সংসদীয় রীতি বা পরম্পরা এবং সাংবিধানিক পরিকাঠামো মেনে ওয়াকফ সংশোধনী বিল পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির বৈঠক পরিচালিত হচ্ছে না, মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আপ সহ বিরোধী শিবিরের সাংসদরা৷ এই ক্ষেত্রে কমিটির চেয়ারম্যান প্রবীণ বিজেপি সাংসদ জগদম্বিকা পালকেই কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির, দাবি সূত্রের৷ জেপিসি বৈঠকে যেভাবে কর্ণাটকের সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার মানিপডিকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে এবং যেভাবে আনোয়ার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে আক্রমণ করেছেন, তা পুরোপুরি সংসদীয় রীতির পরিপন্থী বলে লোকসভার স্পিকারকে লেখা চিঠিতে দাবি করেছে বিরোধী শিবির৷ এই প্রসঙ্গে দ্রুত লোকসভার স্পিকারের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা, দাবি সংসদীয় সূত্রের৷

উল্লেখ্য, সোমবার বিরোধী সাংসদরা জেপিসি বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার পরে আর ফিরে আসেননি৷ সূত্রের দাবি, মঙ্গলবার নয়াদিল্লিতে সংসদ ভবনে জেপিসি বৈঠক শুরু হলে জেপিসির সদস্য বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বিরোধী শিবিরের সাংসদরা৷ কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালকে নিশিকান্তের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আর্জিও জানান তাঁরা, সূত্রের এমনই দাবি৷ চেয়ারম্যান কোনও পদক্ষেপ গ্রহণ না করার পরেই দল বেঁধে বৈঠক থেকে ওয়াক আউট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব গগৈ, এ রাজা, অরবিন্দ সায়ন্ত, আসাদউদ্দিন ওয়েসির মত বিরোধী সাংসদরা৷ এক ঘন্টা পরে ফের তাঁরা বৈঠকে যোগদান করেন৷ সূত্রের দাবি, এর পরেই তাঁরা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখে জেপিসি বৈঠকের গতিপ্রকৃতি বিবৃত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান৷

আরও পড়ুন- ‘প্রতীকী অনশনকারী’ লেখা ব্যাজ পরে গ্রেফতার চিকিৎসক